ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের বোলিং তোপে ১২৯ রানে অলআউট পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:১৩, ২ অক্টোবর ২০২৫
বাংলাদেশের বোলিং তোপে ১২৯ রানে অলআউট পাকিস্তান

নারীদের বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেলে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তানের মেয়েরা। বাংলাদেশের বোলিং তোপে তারা ৩৮.৩ ওভারে অলআউট হয়েছে মাত্র ১২৯ রানে। জিততে ৫০ ওভারে বাংলাদেশকে করতে হবে ১৩০ রান।

ব্যাট করতে নামা পাকিস্তানের মেয়েদের শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলে ওমাইমা সোহাইলকে বোল্ড করেন মারুফা আক্তার। দলীয় ২ রানে গোল্ডেন ডাক মেরে ফেরেন তিনি। পরের বলে নতুন ব্যাটার সিদরা আমিনকেও বোল্ড করেন মারুফা। তাতে ২ রানেই ২ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে পাকিস্তানের মেয়েরা।

আরো পড়ুন:

সেখান থেকে মুনিবা আলী ও রামিন শামীম ৪২ রানের জুটি গড়ে প্রতিরোধের আভাস দেন। কিন্তু ৪৪ রানের মাথায় মুনিবাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদা আক্তার। মুনিবা ২ চারে ১৭ রান করেন। ৪৭ রানের মাথায় রামিনাকে কট অ্যান্ড বোল্ড করে ফেরান নাহিদা। ২ চারে সর্বোচ্চ ২৩ রান করেন তিনি।

এরপর সিদরা নওয়াজ ও আলিয়া রিয়াজ দলীয় সংগ্রহকে টেনে নেন ৬৭ পর্যন্ত। এই রানে নওয়াজ আউট হন ৩ চারে ১৫ রান করে। তাকে ফেরান রাবেয়া খান। ৯১ রানের মাথায় নিশিতা আক্তার নিশির বলে মারুফা আক্তারের হাতে ক্যাচ দিয়ে ২ চারে ১৩ রান করে আউট হন আলিয়া। পাকিস্তানের রান যখন ১০০ তখন ফাতিমা সানাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান ফাহিমা খাতুন।

১১৩ রানের মাথায় নাতালিয়া পারভেজকে (৯) উইকেটের পেছনে নিগার সুলতানা জ্যোতির গ্লাভসবন্দি করে ফেরান শর্না আক্তার। পরের ওভারে এসে শর্না ১১৫ রানের মাথায় নাশরা সান্ধুকে হিট উইকেট আউট করে ফেরান। ১ রানের বেশি করতে পারেননি তিনি। ১২৯ রানের মাথায় সাদিয়া ইকবালকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসের সমাপ্তি ঘটান শর্না। তিনি ৩.৩ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন।

নাহিদা ৮ ওভারে ১ মেডেনসহ ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট। মারুফা ৭ ওভারে ৩১ রানে নেন ২টি উইকেট। এছাড়া নিশি, ফাহিমা ও রাবেয়া নেন ১টি করে উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়