ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অ্যাডিলেডে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ২৩ অক্টোবর ২০২৫  
অ্যাডিলেডে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

অ্যাডিলেডের গরম আলোয় বৃহস্পতিবার নতুন নায়কদের হাত ধরে জয় তুলে নিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ভারতকে দুই উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে মিচেল মার্শের দল।

অভিজ্ঞদের ব্যর্থতার দিনে তরুণ ব্যাটার কুপার কনোলি, ম্যাট শর্ট ও মিচেল ওয়েন খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংস। যা শেষ পর্যন্ত এনে দিয়েছে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়।

আরো পড়ুন:

এর আগে ব্যাট করতে নেমে ভারত তোলে ৯ উইকেটে ২৬৪ রান। রোহিত শর্মা ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৬০ রানে নেন চার উইকেট। আর জেভিয়ার বার্টলেট ৩৯ রানে নেন তিনটি।

জবাবে অস্ট্রেলিয়া লক্ষ্য তাড়া করে ফেলে ৪৬.২ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ২৬৫ রান। শর্ট খেলেন ৭৮ বলে ৭৪, কনোলি অপরাজিত থাকেন ৫৩ বলে ৬১ রানে। যা তার মাত্র চতুর্থ ওয়ানডে ইনিংস। ওয়েন নিজের প্রথম ওয়ানডে ব্যাটিংয়ে করেন ঝড়ো ২৩ বলে ৩৬ রান।

৩৬তম ওভারে ১৮৭ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন বিপদে ছিল, তখনই তরুণ কনোলি ও ওয়েন গড়ে তোলেন ৫৯ রানের জুটি। দুজনেই খেলেন সাহসী ক্রিকেট। কনোলি মারেন পাঁচটি চার ও একটি ছক্কা। ওয়েন হাঁকান তিনটি ছক্কা ও দুটি চার।

মাত্র ৪২ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কনোলি। এর আগে ইনিংসের শুরুতে অস্ট্রেলিয়া দ্রুত হারায় ওপেনার মিচেল মার্শ (২৪ বলে ১১) ও ট্রাভিস হেডকে (৪০ বলে ২৮)। এরপর ব্যথাগ্রস্ত হাতে ব্যাট করতে নামা ম্যাট শর্ট ও ম্যাট রেনশো মিলে গড়েন ৫৪ রানের জুটি।

তবে সেট জুটি ভাঙে রেনশো ৩০ রানে বোল্ড হয়ে গেলে। দলের রান তখন ২২ ওভারে ৩ উইকেটে ১০৯। অল্প কিছুক্ষণ পরই অ্যালেক্স ক্যারি (৯) ফেরেন। আর শর্টও নিজের ক্যারিয়ার-সেরা ৭৪ রান করে আউট হন। এরপরই কনোলি-ওয়েনের ব্যাটে ম্যাচ ঘুরে যায়।

ওয়েন আউট হন যখন অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৭ রান। সেখান থেকে কনোলি ঠাণ্ডা মাথায় দলকে পৌঁছে দেন গন্তব্যে।

এর আগে ভারতের ইনিংসে এক বিরল মুহূর্তের সাক্ষী হয় অ্যাডিলেড। ক্যারিয়ারে প্রথমবারের মতো পরপর দুটি ওয়ানডে ম্যাচে শূন্য রানে আউট হন বিরাট কোহলি। ২০০৮ সালে অভিষেকের পর এমনটা ঘটেনি কখনো। প্রথম ম্যাচে পার্থে শূন্য রানে ফিরেছিলেন। এবারও বার্টলেটের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন খালি হাতে।

বার্টলেট আজ খেলছিলেন মাত্র পঞ্চম ওয়ানডে। তিনি নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন ভারতীয় অধিনায়ক শুভমান গিলের (৯) উইকেট। এর চার বল পরেই ফেরান কোহলিকে।

তখন ভারতের স্কোর ২ উইকেটে ১৭ মাত্র। সেখান থেকে রোহিত শর্মা (৭৩) ও শ্রেয়াস আইয়ার (৬১) জুটি বেঁধে দলকে টেনে তোলেন, যোগ করেন ১১৮ রান।

তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। অস্ট্রেলিয়ার তরুণরা শান্ত মাথায় ম্যাচ শেষ করে এনে দেন সিরিজ জয়। তিন ম্যাচের লড়াই শেষ হয়ে গেল এক ম্যাচ বাকি থাকতেই। শেষ ওয়ানডে হবে শনিবার সিডনিতে। এরপর দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু আগামী বুধবার থেকে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়