ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, জয়হীন হতাশায় শেষ পাকিস্তানের বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ২৪ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:২৯, ২৪ অক্টোবর ২০২৫
বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, জয়হীন হতাশায় শেষ পাকিস্তানের বিশ্বকাপ

কলম্বোয় শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় স্থানীয় সময় রাত ৮টা ৬ মিনিটে। পুরো ম্যাচে বল করা সম্ভব হয় মাত্র ২৬টি। আম্পায়াররা মাঠ পরিদর্শনের পর সিদ্ধান্ত নেন, ভেজা আউটফিল্ডে সময়মতো খেলা শুরু করা সম্ভব নয়। তাই নির্ধারিত সময়ের আগেই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এই পয়েন্ট ভাগাভাগিতে পাঁচ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা পাকিস্তান ও বাংলাদেশের ওপরে অবস্থান নিশ্চিত করে ফেলেছে। বাকি ম্যাচগুলোর ফল যাই হোক না কেন, বাংলাদেশ তাদের পেছনে ফেলবে পারবে না। অন্যদিকে, টুর্নামেন্টে একটিও জয় না পেয়েই বিদায় নিতে হলো পাকিস্তানকে। সাত ম্যাচের মধ্যে তিনটিই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে তাদের।

আরো পড়ুন:

সারাদিন বৃষ্টির পূর্বাভাস ছিল, তাই শুরুতেই দেরি হয় টসে। নির্ধারিত সময়ের ঠিক আগে নেমে আসে ভারি বৃষ্টি। ফলে টস বিলম্বিত হয় দুই ঘণ্টা ৪৫ মিনিট। অবশেষে খেলা শুরু হলে ম্যাচটি কমিয়ে আনা হয় ৩৪ ওভারে। কিন্তু তার মধ্যে মাত্র ৪.২ ওভার বল করা সম্ভব হয়। তারপরই ফের নামে বৃষ্টি। যা থামেনি আর। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়।

খেলার সংক্ষিপ্ত সেই অংশে পাকিস্তান টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল। সতর্ক সূচনা করে মাত্র ১৮ রান তোলে এবং একটি বাউন্ডারি মারে। শ্রীলঙ্কার মালকি মাদারা শুরু থেকেই দারুণ সুইং পেয়ে পাকিস্তান ব্যাটারদের চাপে রাখেন। অন্যদিকে, সগান্দিকা দাসনায়েকে ক্রমেই ভেজা বল হাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

দলীয় পরিবর্তনেও কিছু চমক ছিল। শ্রীলঙ্কা এক পরিবর্তনে স্পিন অলরাউন্ডার দেউমি ভিহাঙ্গাকে দলে নেয়, বাদ পড়ে পেসার উদেশিকা প্রাবোধানি। পাকিস্তান একাদশে দুটি পরিবর্তন আনে। সিদরা নওয়াজ ও ডায়ানা বেগের জায়গায় সুযোগ পান আইমান ফাতিমা ও সাইদা আরুব শাহ।

ফলাফলটি দুই দলের জন্যই হতাশার। টুর্নামেন্টজুড়ে সব মিলে পাঁচটি ম্যাচ বৃষ্টিতে ভেসেছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত সুযোগের যে আকাঙ্ক্ষা তা আরও তীব্র হয়ে উঠল এই বৃষ্টিবিঘ্নিত টুর্নামেন্ট শেষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়