ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফ্রিদিকে পেছনে ফেলে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৩০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:২৭, ৩০ নভেম্বর ২০২৫
আফ্রিদিকে পেছনে ফেলে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন রোহিত

ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা আবারও নিজের নাম লিখলেন ক্রিকেট ইতিহাসের সোনালি পাতায়। আজ রবিবার (৩০ নভেম্বর, ২০২৫) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে টপকে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে গেলেন।

ম্যাচ শুরুর আগে রোহিতের ছক্কার সংখ্যা ছিল ৩৪৯। আফ্রিদির রেকর্ড ৩৫১ ছক্কার রেকর্ড থেকে মাত্র দুইটি কম। ব্যাট হাতে নেমে সময় নেননি তিনি। ইনিংসের ১৫তম ওভারে দক্ষিণ আফ্রিকার স্পিনার প্রেনালেন সুব্রায়েনকে টানা দু’টি ছক্কা মেরে প্রথমে ছুঁয়ে ফেলেন আফ্রিদিকে। এরপর মারকো জানসেনের বলে ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে দুর্দান্ত টান দিয়ে আরেকটি বিশাল ছক্কা হাঁকিয়ে রেকর্ডটাকে নিজের করে নেন। গড়েন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড ৩৫২!

আরো পড়ুন:

৩৮ বছর বয়সেও রোহিত প্রমাণ করলেন, তার ব্যাট এখনো ততটাই স্বচ্ছন্দ। রেকর্ড গড়ার মুহূর্তটি আসে তার ওয়ানডে ক্যারিয়ারের ৬০তম অর্ধশতক পূর্ণ করার কিছুক্ষণ পরই। ইনিংস শেষে তিনি আউট হন ৫০ বল থেকে ৫৭ রান করে, ৫টি চার ও ৩টি ছক্কার সুবাদে।

২০০৭ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে রোহিত মোট ২৭৮টি ওয়ানডেতে এবং মাত্র ২৭০ ইনিংসে এসে এই অসাধ্য সাধন করলেন। যা আফ্রিদির ৩৯৮ ম্যাচে করা রেকর্ডকে আরও মূল্যবান করে তুললেও, রোহিতের অর্জনকে করে তুলেছে আরও অনন্য।

এ বছরই চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে শিরোপা জেতানো এই সাবেক অধিনায়ক এখন পুরোপুরি মনোনিবেশ করেছেন ওয়ানডে ফরম্যাটে। আর সেখানেই ছক্কার রাজা হিসেবে তার রাজত্ব এখন আরও দৃঢ়, আরও উজ্জ্বল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়