রোনালদোর রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপ্পে, প্রশংসায় ভাসালেন আলোনসো
রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের যাত্রা মাত্র শুরু, আর তাতেই ইতিহাসের খুব কাছে পৌঁছে গেছেন তিনি। এমনটাই মনে করছেন কোচ জাবি আলোনসো। তার মতে, ঠিক ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই রিয়ালে নিজের স্বাক্ষর রেখে যাচ্ছেন এমবাপ্পে।
গত বুধবার লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দু’টি গোল করেন এমবাপ্পে। এর ফলে ২০২৫ সালে ক্লাবের জার্সিতে তার মোট গোল দাঁড়িয়েছে ৫৫। রোনালদোর ২০১৩ সালে গড়া ৫৯ গোলের মহাকীর্তির থেকে মাত্র চার গোল কম।
বছর শেষ হতে এখনো চার ম্যাচ বাকি, যার প্রথমটি আজ রোববার বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে। এই ম্যাচের আগে আলোনসো বলেছেন, “এমবাপ্পে ঠিক ক্রিস্টিয়ানোর মতোই রিয়াল মাদ্রিদে নিজের ইতিহাস গড়ার পথে। তার উচ্চাভিলাষ, তার পরিসংখ্যান… তাকে নির্বাচিত কিছু মানুষের তালিকায় নিয়ে যায়। প্রতিদিন তাকে নিয়ে কাজ করা দারুণ আনন্দের। দলের ওপর প্রভাব বিস্তার করার ইচ্ছে, তার ছড়িয়ে দেওয়া এনার্জি, এসব জায়গায় আমি ক্রিস্টিয়ানোর সঙ্গে মিল খুঁজে পাই।”
তবে রোনালদো আর এমবাপ্পের মধ্যে কাউকে বেছে নিতে অস্বীকৃতি জানান রিয়ালের কোচ, “ক্রিস্টিয়ানো হলো ক্রিস্টিয়ানো, আর কিলিয়ান হলো কিলিয়ান। দু’জনই অসাধারণ। কিলিয়ানকে আমরা পেয়েছি- এটিই আমাদের সৌভাগ্য। তার সর্বোচ্চটা কাজে লাগাতে হবে আমাদের।’’
লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পেছনে আছে রিয়াল মাদ্রিদ। আজ জিতলে ব্যবধান কমে হবে এক। তবে সেল্টা ম্যাচে তাদের বড় সমস্যা দলে নেই কোনো স্বীকৃত ডান দিকের ফুলব্যাক। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাওয়ার পর আগে থেকেই অনুপস্থিত দানি কারভাহাল। ফলে এই পজিশনে খেলতে হতে পারে ফেদেরিকো ভালভারদেকে।
আলোনসো বলেন, “কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা দেখব। তবে আমাদের হাতে আরও অপশন আছে। ফেদে সব সময় দলের স্বার্থটাই আগে দেখে। বার্সা, জুভেন্টাসের বিপক্ষে তার দুর্দান্ত সব ম্যাচ আমার মনে আছে। সে উদারমনস্ক, দলকে সাহায্য করতে চায়।”
বিলবাওয়ে জয়ের ফলে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে মাদ্রিদ। কারণ এর আগে টানা তিন লিগ ম্যাচেই তারা ড্র করেছিল। আলোনসোর ভাষায়, “ওটা ছিল একেবারে সম্পূর্ণ পারফরম্যান্স। এখন আমাদের লক্ষ্য ধারাবাহিকতা তৈরি করা। এপ্রিল-মে মাসে যেখানে থাকা দরকার, সেখানে থাকতে আমরা কাজ করে যাচ্ছি।”
ঢাকা/আমিনুল