মান্ধানা জানিয়ে দিলেন- ‘বিয়ে বাতিল’
ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে তার বিয়ে ক্রিকেটীয় ভাষায় ‘কলড অফ’ তথা ‘বাতিল’ করা হয়েছে। সুরকার পালাশ মুচ্ছলের সঙ্গে আগামী ২৩ নভেম্বর তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে মান্ধানার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বিয়ের অনুষ্ঠান প্রথমে স্থগিত করা হয়। পরে শেষ পর্যন্ত পুরো আয়োজনই বাতিল হয়ে গেছে বলে জানালেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মান্ধানা ব্যক্তিগত গোপনীয়তার অনুরোধ জানান। তিনি লিখেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম জল্পনা চলছে। আমি খুবই ব্যক্তিগত মানুষ, তাই এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাই না। তবে স্পষ্ট করে বলতে চাই- বিয়েটি বাতিল করা হয়েছে।”
মান্ধানা আরও লিখেছেন, “আমি এখানেই বিষয়টি শেষ করতে চাই এবং আপনাদের কাছ থেকেও একই অনুরোধ জানাই। এই সময়ে দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান জানান। আমাদের নিজের মতো করে বিষয়টা সামলানোর সুযোগ দিন।”
তিনি জানান, জীবনে সবসময়ই দেশের জার্সিতে খেলাটাই তার প্রথম অগ্রাধিকার ছিল এবং ভবিষ্যতেও সেটাই থাকবে।
“আমি বিশ্বাস করি, আমাদের সবার জীবনে কোনো না কোনো উচ্চতর উদ্দেশ্য কাজ করে। আমার জন্য সেটা সবসময়ই দেশকে প্রতিনিধিত্ব করা। ভারতের হয়ে আরও বেশি ম্যাচ জিততে চাই— আর সেটাতেই আমার পূর্ণ মনোযোগ থাকবে,” লিখেছেন মান্ধানা।
তার বিবৃতির শেষ লাইনে ছিল, “এবার সামনে এগিয়ে যাওয়ার সময়।”
সাম্প্রতিক নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন মান্ধানা। ৫৪.২৫ গড়ে তার সংগ্রহ ছিল ৪৩৪ রান, যা ভারতের সফল অভিযানে দ্বিতীয় সর্বোচ্চ।
এবার তার পরবর্তী দায়িত্ব শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (২১ থেকে ৩০ ডিসেম্বর)। এরপর ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ২০২৬’ –এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) নেতৃত্ব দেবেন তিনি। মৌসুমের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, নাবি মুম্বাইয়ে।
ঢাকা/আমিনুল