ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘উগ্রো ভারতকে’ আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে দেওয়া উচিত না

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৪, ৩ জানুয়ারি ২০২৬
‘উগ্রো ভারতকে’ আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে দেওয়া উচিত না

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে, আসন্ন মৌসুমে তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হচ্ছে না।

মোস্তাফিজুরকে স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর এক বিবৃতিতে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আরো পড়ুন:

কোনো কারণ ছাড়াই বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ায় ভারতকে একটি ‘উগ্র রাষ্ট্র’ অবহিত করে অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। রাইজিংবিডির পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘‘এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনপ্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত।

৫ আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে।’’

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়