ঢাকা     মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ভারতে বিশ্বকাপে অংশ না নেওয়াকে’ সমর্থন দিলেন আসিফ নজরুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৫, ৪ জানুয়ারি ২০২৬
‘ভারতে বিশ্বকাপে অংশ না নেওয়াকে’ সমর্থন দিলেন আসিফ নজরুল

ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার যে সাহসী অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাকে পূর্ণ সমর্থন ও অভিবাদন জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রবিববার (৪ জানুয়ারি) সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এক বার্তায় বিসিবির এই সিদ্ধান্তকে সময়োচিত ও যথাযথ বলে আখ্যায়িত করেছেন।

বিসিবির সিদ্ধান্তের পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় ড. আসিফ নজরুল জানান, ভারতের ক্রিকেট বোর্ডের বর্তমান উগ্র ও বৈষম্যমূলক নীতির প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অবস্থান নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, ‘‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ- বিসিবির এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।’’

আরো পড়ুন:

ঘটনার সূত্রপাত মূলত আইপিএল থেকে। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বিসিসিআই-এর নির্দেশে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ক্রীড়া উপদেষ্টার মতে, চুক্তিবদ্ধ থাকার পরও যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রতিবেশী দেশটি ব্যর্থ হয়, তবে সেখানে পুরো জাতীয় দলকে পাঠানো হবে চরম ঝুঁকিপূর্ণ। শনিবার রাতেই তিনি বিসিবিকে আইসিসির কাছে লিখিতভাবে আপত্তির কথা জানাতে নির্দেশনা দিয়েছিলেন।

বিসিবির নির্ভরযোগ্য সূত্র এবং পরিচালকদের একটি অনলাইন বৈঠক থেকে জানা গেছে, ১৭ জন পরিচালকের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ভারত সফরের বিপক্ষে মত দেওয়া হয়েছে। একজন পরিচালক স্পষ্টভাবে বলেন, ‘‘যেখানে তারা আমাদের একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, সেখানে পুরো দল, সাপোর্টিং স্টাফ এবং সংবাদকর্মীদের নিরাপত্তার ঝুঁকি আমরা কেন নেব? সবার কথা চিন্তা করেই আমরা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

বিসিবি ইতিমধ্যে আইসিসিকে ই-মেইল করে জানিয়েছে যে, বাংলাদেশের ম্যাচগুলো যেন বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কাও, তাই কারিগরিভাবে এই দাবি জোরালো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়