ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫২ বলেই জিতল সিলেট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:২০, ৫ জানুয়ারি ২০২৬
৫২ বলেই জিতল সিলেট

বিপিএলের এবারের আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে দাপুটে জয় পেল সিলেট। সোমবার (০৫ জানুয়ারি, ২০২৬) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালীকে প্রথমে ৬১ রানেই গুটিয়ে দেয়। এরপর মাত্র ৫২ বলে ৪ উইকেট হারিয়ে ৬২ রান তুলে জয় নিশ্চিত করে।

এই জয়ে ৬ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সিলেট। আর ৪ ম্যাচ খেলে সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে নোয়াখালী। 

আরো পড়ুন:

রান তাড়া করতে নেমে ১ রানেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় সিলেট। এরপর তাওফিক খান ও জাকির হাসান ৫৩ রানের জুটি গড়ে দলের জয়ের শক্ত ভিত গড়ে দেন। ৫৪ রানের মাথায় তাওফিক ১৮ বলে ৭ চারে ৩২ রান করে আউট হন। ৬০ রানের মাথায় জাকির ফিরেন ১টি চার ও ১ ছক্কায় ২৪ রানের ইনিংস খেলে। এরপর অবশ্য জিততে সময় লাগেনি সিলেটের।

নোয়াখালীর জহির খান ১.৪ ওভারে ৮ রান দিয়ে ৩টি উইকেট নেন।

তার আগে নোয়াখালী ব্যাট করতে নেমে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নাসুম আহমেদের ঘূর্ণি জাদুতে ১৪.২ ওভারে মাত্র ৬১ রানে অলআউট হয়।

ব্যাট হাতে নোয়াখালীর মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে মাহিদুল ইসলাম অঙ্কন ১ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৫ ও হাবিবুর রহমান সোহান ১ চার ও ২ ছক্কায় করেন ১৮ রান। বাকিদের রান ছিল ৬, ৪, ১, ৫, ০, ০, ০, ০, ১। নোয়াখালী শেষের পাঁচটি উইকেট হারায় মাত্র ৬ রানের ব্যবধানে। ৬ উইকেটে ৫৫ থেকে ৬১ রানে অলআউট।

বল হাতে নাসুম ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। ১টি করে উইকেট নেন মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই ও মেহেদী হাসান মিরাজ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়