ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রসিংটন-নাওয়াজের ব্যাটে রংপুরকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫১, ৫ জানুয়ারি ২০২৬
রসিংটন-নাওয়াজের ব্যাটে রংপুরকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল চট্টগ্রাম

বিপিএলের ১৪তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। টস হেরে চট্টগ্রাম আগে ব্যাট করতে নেমে অ্যাডাম রসিংটনের ফিফটি ও হাসান নাওয়াজের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে। জিততে রংপুরকে করতে হবে ১৭০ রান।

রসিংটন টানা তিন ম্যাচে ফিফটি তোলেন। আজ তিনি ৪১ বলে ৬টি চার ও ২ ছক্কায় করেন ৫৮ রান। নাওয়াজ ৩৮ বলে ২টি চার ও ৩ ছক্কায় করেন ৪৬ রান। শেষ দিকে আমের জামাল করেন অপরাজিত ১৯ রান। এছাড়া নাঈম শেখ ১৬ ও মাহেদী হাসান করেন অপরাজিত ১৩ রান।

আরো পড়ুন:

বল হাতে রংপুরের আকিভ জাভেদ ৪ ওভারে ১ মেডেনসহ ২৯ রানে ২টি ও মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩২ রানে ২টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়