নাসুমের ঘূর্ণিতে ৬১ রানে অলআউট নোয়াখালী
বিপিএলের ১৩তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। টস জিতে নোয়াখালী আগে ব্যাট করতে নেমে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নাসুম আহমেদের ঘূর্ণি জাদুতে ১৪.২ ওভারে মাত্র ৬১ রানে অলআউট হয় তারা। জিততে সিলেটকে করতে হবে ৬২ রান।
ব্যাট হাতে নোয়াখালীর মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে মাহিদুল ইসলাম অঙ্কন ১ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৫ ও হাবিবুর রহমান সোহান ১ চার ও ২ ছক্কায় করেন ১৮ রান। বাকিদের রান ছিল ৬, ৪, ১, ৫, ০, ০, ০, ০, ১। তারা শেষের পাঁচটি উইকেট হারায় মাত্র ৬ রানের ব্যবধানে। ৬ উইকেটে ৫৫ থেকে ৬১ রানে অলআউট নোয়াখালী।
বল হাতে নাসুম ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই ও মেহেদী হাসান মিরাজ।
ঢাকা/আমিনুল