ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাঈম-রসিংটনের ব্যাটে সিলেটকে ৯ উইকেটে হারাল চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩২, ৪ জানুয়ারি ২০২৬
নাঈম-রসিংটনের ব্যাটে সিলেটকে ৯ উইকেটে হারাল চট্টগ্রাম

সিলেটের ছুড়ে দেওয়া টার্গেট ছিল মামুলি। মাত্র ১২৬। সেটা তাড়া করতে নেমে নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের ব্যাটে ভর করে ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।

উদ্বোধনী জুটিতে নাঈম ও রসিংটন ১১৫ রান তোলেন। এরপর নাঈম ৩৭ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫২ রান করে আউট হলেও রসিংটন ম্যাচ শেষ করে আসেন। তিনি ৫৩ বলে ৮টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন। নাঈমের উইকেটটি নিয়েছেন সিলেটের রাহাতুল ফেরদৌস।

আরো পড়ুন:

তার আগে চট্টগ্রামের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি সিলেট। আজও শেষ দিকে তাদের ইনিংসের হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি ৪১ বলে ৪টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন। তার বাইরে রাহাতুল ফেরদৌস ১৭, পারভেজ হোসেন ইমন ১৭, জাকির হাসান ১৫ ও নাসুম আহমেদ করেন অপরাজিত ১৩ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে চট্টগ্রামের অধিনায়ক মাহেদী হাসান ৪ ওভারে ১৮ রানে ২টি উইকেট নেন। মির্জা বেগ ২.৪ ওভারে ২৪ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

এই জয়ে ৪ ম্যাচের ৩টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে চট্টগ্রাম। অন্যদিকে ৫ ম্যাচ খেলে ২টি জিতে টেবিলের চতুর্থ স্থানে আছে সিলেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়