চট্টগ্রামের আটসাঁট বোলিংয়ে সিলেটের মামুলি সংগ্রহ
বিপিএলের একাদশতম ম্যাচে আজ রবিবার (০৪ জানুয়ারি, ২০২৬) দুপুরে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছে সিলেট। জিততে চট্টগ্রামকে করতে হবে ১২৭ রান।
আজও ব্যাট হাতে সিলেটের ভরসা ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। ৪১ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। তার বাইরে রাহাতুল ফেরদৌস ১৭, পারভেজ হোসেন ইমন ১৭, জাকির হাসান ১৫ ও নাসুম আহমেদ করেন অপরাজিত ১৩ রান।
বল হাতে চট্টগ্রামের অধিনায়ক মাহেদী হাসান ৪ ওভারে ১৮ রানে ২টি উইকেট নেন। মির্জা বেগ ২.৪ ওভারে ২৪ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।
ঢাকা/আমিনুল