খেলোয়াড়দের সম্মানও দেখছে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘‘ক্রিকেটাররা যখন খেলতে যায়, তখন মানসম্মান নিয়ে ক্রিকেট খেলে। যখন কোনো ক্রিকেটারকে কোনোভাবে অসম্মান করা হয় তখন ক্রিকেটারদের মানসিকতাও পরিবর্তন হয়ে যায়।’’– কথাগুলো বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এরপর নাটকীয়ভাবে ২৪ ঘণ্টায় পরিবর্তন হয়ে যায় নানা দৃশ্যপট। বিসিসিআই থেকে মোস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্স বাধ্য হয় বাংলাদেশের পেসারকে সরিয়ে দিতে। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ সরকার নিরাপত্তার ইস্যুটিকে সামনে নিয়ে আসে। প্রশ্ন তোলে, একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে বিশ্বকাপে বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে ভারত। দ্রুতই সিদ্ধান্ত হয় বাংলাদেশ দলকে বিশ্বকাপ খেলতে ভারতে না পাঠানোর। সরকারের সিদ্ধান্ত বিসিবি জানিয়েছে আইসিসিকে।
বিসিবি এখন আইসিসির সাড়া পাওয়ার অপেক্ষায়। বিসিবি বস আমিনুল ইসলাম জানিয়েছেন, আইসিসি বিসিবিকে আলোচনায় ডাকবে শিগগিরিই। নিজেদের কঠোর অবস্থানে যাওয়ার পেছনে বিসিবি শুধু ভারতের বাড়াবাড়িকেই সামনে আনছে না বরং ক্রিকেটারদের সম্মানটাও দেখছে।
আমিনুল যেমন শুরুতেই বলেছেন, ‘‘ক্রিকেটাররা যখন খেলতে যায়, তখন মানসম্মান নিয়ে ক্রিকেট খেলে।’’
সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট একই সুরে সুর মিলিয়েছেন, ‘‘যে ইস্যু নিয়ে মোস্তাফিজুরকে (ফেরত) পাঠানো হয়েছে, সেটা কিন্তু বোধগম্য না। পারফরম্যান্সের কারণে হতে পারত। কিন্তু কোনো কিছুই না, তবু এটা করা হলো, যা আমাদের সবাইকে ছুঁয়ে গেছে। দিনশেষে আমাদের স্বার্থটা দেখতে হবে। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা আমাদের দেখানোরও দরকার নেই। আমরা ক্রিকেট ভালোবাসি, সব রকম খেলা ভালোবাসি। কিন্তু যখন আমাদের এক নাগরিককে অসম্মান করবেন, আমার মনে হয় ওটা (আইপিএল) এড়িয়ে যাওয়াই উচিত। আর আমি আইপিএল এমনিতেও ওভাবে পছন্দ করি না।’’
খেলার মাঠে রাজনীতি টানা পছন্দ না খালেদ মাসুদের। কিন্তু বিসিবির এই পরিচালক মনে করেন, ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে, ‘‘রাজনৈতিকভাবে এগিয়ে আসতে হবে। রাজনৈতিকভাবে এই সমস্যা তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। আমি মনে করি রাজনীতিবিদদের এই জিনিসটা থেকে সরে আসা উচিত। বিশেষ করে যেটা মোস্তাফিজকে নিয়ে হয়েছে, সেটা ভালো কাজ হয়নি। খেলার মাঠে এসব না আসাই ভালো।’’
ঢাকা/ইয়াসিন