মায়ার্স ঝড়ের পর মাহমুদউল্লাহর ফিনিশিংয়ে জিতল রংপুর
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম রয়্যালসকে ফের হারাল রংপুর রাইডার্স। প্রথম দেখায় ৭ উইকেটে জিতলেও এবার রংপুর রাইডার্স জিতেছে ৫ উইকেটে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রংপুর। আগে ব্যাটিং করে চট্টগ্রাম ৫ উইকেটে ১৬৯ রান করে। জবাবে রংপুরের ১৮.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় অনায়াসে।
ব্যাট হাতে মায়ার্স ঝড় তুলে রংপুরকে শুরুতেই এগিয়ে নেন। ২৫ বলে ৫০ রান করেন ৫ চার ও ৪ ছক্কায়। তার তোপে পুড়েন পেসার আবু হায়দার রনি। পঞ্চম ওভারে রনি নিজের দ্বিতীয় ওভার করতে এসে তিন ছক্কা ও এক চার হজম করেন। ২৩ রান দেন ওই ওভারে। বিস্ফোরক এই ব্যাটসম্যানকে সপ্তম ওভারে থামান আমের জামাল। চট্টগ্রামের অধিনায়ক মাহেদীর হাতে ক্যাচ দিয়ে আউট হন মায়ার্স।
দারুণ ফর্মে থাকা মাহমুদউল্লাহ এই ম্যাচও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিন ম্যাচ আগে ১ বলে ১ রানের সমীকরণ মেলাতে না পারা মাহমুদউল্লাহ এখন বেশ ধারাবাহিক। আজ ১৯ বলে ৩০ রান করেন ৩ চার ও ১ ছক্কায়। এছাড়া ১২ বলে ২২ রান করেন খুশদীল শাহ। তিনে নেমে ডেভিড মালান ৩০ বলে করেন ৩০ রান। ৮ বলে ১০ রানের বেশি করতে পারেননি লিটন।
এর আগে, টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৮ রানে ২ উইকেট হারায় চট্টগ্রাম। পাওয়ার প্লে’তে তারা রান পেলেও নাঈম শেখ (১৬) ও মাহমুদুল হাসানের (১২) উইকেট হারায়। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন অ্যাডাম রোসিংটন ও হাসান নওয়াজ। রসিংটন টানা তৃতীয় ফিফটি তুলে নেন। ৪১ বলে ৬ চার ও ২ ছক্কায় করেন ৫৮ রান।
প্রথমবার খেলতে নামা হাসান ৩৮ বলে ২ চার ও ৩ ছক্কায় করেন ৪৬ রান। শেষ দিকে চট্টগ্রামের রান বাড়ান মাহেদী ও আমের। মাহেদী ৭ বলে ১৩ এবং আমের ১০ বলে ১৯ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দেন।
বল হাতে রংপুরের হয়ে আকিফ জাভেদ ও মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন। ৫ ম্যাচে রংপুরের এটি চতুর্থ জয়। সমান ম্যাচে চট্টগ্রামের দ্বিতীয় পরাজয়।
ঢাকা/ইয়াসিন