ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৩৪ করলেই ফাইনালে চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৫৭, ২০ জানুয়ারি ২০২৬
১৩৪ করলেই ফাইনালে চট্টগ্রাম

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যায় মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে রাজশাহী আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রানে অলআউট হয়েছে। ১৩৪ রান করলেই ফাইনালে নাম লেখাবে চট্টগ্রাম।

ব্যাট হাতে রাজশাহীর হয়ে উল্লেখ করার মতো রান করেন তানজিদ হাসান তামিম, আব্দুল গাফ্ফার সাকলাইন ও সাহিবজাদা ফারহান।

আরো পড়ুন:

তানজিদ ৩৭ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৪১ রান। আর সাকলাইন ১৫ বলে ২ চার ও ৩ ছক্কায় করেন ৩২। ২ চার ও ১ ছক্কায় সাহিবজাদা করেন ২১ রান। এছাড়া রিপন মন্ডল করেন ১০ রান।

বল হাতে চট্টগ্রামের মাহেদী হাসান ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। আমের জামাল ৩ ওভারে ২৭ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানভীর ইসলাম, মির্জা বেগ ও হাসান নাওয়াজ।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়