ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে আসিফ নজরুল বসছেন আজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৪, ২২ জানুয়ারি ২০২৬  
বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে আসিফ নজরুল বসছেন আজ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসছেন।

‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতোই অবস্থা।’ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ ইন্টারন‌্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রত‌্যাখ‌্যান করায় বাংলাদেশের পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে গভীর উদ্বেগে ক্রিকেটাঙ্গন।  

বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ বুধবার (২১ জানুয়ারি) খারিজ হয়ে যায় আইসিসি বোর্ড সদস্যদের ভোটাভুটিতে। নিজের ভোট বাদে মাত্র একটি দেশের সমর্থন পেয়েছে বাংলাদেশ। মোট ১৬ সদস্য দেশের ভোটের ১৪টিই গেছে বাংলাদেশের বিপক্ষে।

আরো পড়ুন:

এই সংকট নিরসনের উপায় খুঁজতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডই এই বৈঠকের আয়োজন করছে। জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ৩টার পর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বৈঠক হবে। জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে থাকা সব ক্রিকেটারকে সেখানে থাকতে বলা হয়েছে।

ভারতে বিশ্বকাপের দল পাঠাবে না বাংলাদেশ- এমন সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশের সরকার এবং বিসিবি ক্রিকেটারদের সঙ্গে কোনো বিষয় নিয়ে এখনো আলোচনা করেনি। 

আইসিসির ভোটাভুটিতে অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এই আলোচনায় বসার অন‌্যতম কারণ সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাদের ধারণা দেওয়া। অবশ্য সেখানে ক্রিকেটারদের ইচ্ছা, অনিচ্ছার কথাও শোনা হবে। 

সরকার ও বিসিবি শুরু থেকেই ভারতে সফর না করার বিষয়ে অনড় ছিল। নিরাপত্তা ইসু‌্যতে বাংলাদেশ কোনোভাবেই ভারত সফর করবে না বলে বারবার আইসিসিকে জানিয়েছে। বুধবার আইসিসির বোর্ড সভাতেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম একই কথা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আইসিসির বোর্ড মেম্বাররা প্রায় সবাই বাংলাদেশের অনুরোধের বিপক্ষে মত দিয়েছেন। বাংলাদেশ ভোটাভুটির পক্ষে ছিল না। বোর্ড মনে করেছিল, আইসিসিকে বোঝাতে পারবে।

কিন্তু আইসিসির বোর্ড মেম্বাররা বাংলাদেশের বিপক্ষে মত দেওয়ায় আইসিসির সিদ্ধান্ত নিতে সহজ হয়ে গেছে। গণমাধ‌্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আইসিসি সরাসরি বলেছে, ‘‘ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার ক্ষেত্রে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই।” 

শুধু তাই নয়, ভারতের বাংলাদেশ কেমন নিরাপত্তা প্রত‌্যাশা করছে, তাও জানতে চেয়েছে আইসিসি। দফায় দফায় বৈঠক ও আলোচনা করেছে এবং বহু স্তরবিশিষ্ট রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা ভাগাভাগি করেছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

খেলোয়াড়দের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে কোনো সিদ্ধান্ত আসে কি না, সেটিই এখন দেখার বিষয়। অবশ্য যে সিদ্ধান্তই হোক, বেঁধে দেওয়া এক দিনের মধ্যে তা আইসিসিকে জানাতে হবে।

ঢাকা/ইয়াসিন/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়