ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইন নিজস্ব গতিতে চলছে না

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৮, ৩০ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইন নিজস্ব গতিতে চলছে না

নিজস্ব প্রতিবেদক : আইন তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলছে না বলেই আদালত থেকে জামিন পাওয়ার পরও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পাচ্ছেন না বলে অভিযোগ করেছে বিএনপি।

দলটি বলছে, বর্তমান ক্ষমতাসীনদের আমলে আইনের হাতের চেয়ে প্রশাসনের হাত অনেক বড় হয়ে গেছে। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ নেতা-কর্মীরা মুক্তি পাচ্ছেন না।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না দাবি করে তিনি বলেন, ‘আদালত জামিন দেওয়ার পর মির্জা ফখরুলের মুক্তি পেতে কোনো বাধা ছিল না। তিনি সব মামলায় জামিন পেয়েছেন। কিন্তু সরকার আবার আবেদন করে মির্জা ফখরুলের মুক্তিতে বাধা সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘সরকার যদি মনে করে বিরোধী দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দুর্বল করবে, তাহলে তারা ভুল করবে। মিথ্যা মামলায় বিরোধী দল দুর্বল হয় না, বরং সরকারের দুর্বলতাই প্রকাশ পায়।’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ‘গম কেলেঙ্কারির’ হোতা উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন বিএনপির এই মুখপাত্র।

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, কামরুল ইসলামকে স্বপদে বহাল রেখে তদন্ত সঠিক হবে না। তাকে (কামরুল ইসলাম) ক্ষমতায় রেখে একটি লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেছে, যাতে কোনো সঠিক তথ্য উঠে আসেনি।’ তদন্তে ৩১টি গুদামের মধ্যে আটটি গুদামের গম খারাপ এসেছে, আর বাকি গুদামের গম ভালো বলে দাবি করা হয়েছে।

গম নিয়ে সরকার মানুষের সঙ্গে মশকরা করছে মন্তব্য করে রিপন বলেন, ‘আমদানি করা পঁচা গম পুলিশকে দেওয়া হয়েছিল। পুলিশ সাহসের সঙ্গে পঁচা গম ফেরত দিয়েছে। সেই পঁচা গম গরিব মানুষকে দেওয়া হচ্ছে। তাহলে এ সরকার কি ধনীদের সরকার?’ আমদানি করা গম ওজনে কম, মান ভাল না হওয়ায় কেন তা ফেরৎ দেওয়া হল না এবং সরকার কাদের স্বার্থে এই পচা গম ক্রয় করেছে, জানতে চান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘মন্ত্রী পরিষদ থেকে একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে বাদ দিলে সরকারের কোনো ক্ষতি হয় না, বরং সরকারের ইমেজ বাড়বে। দুর্নীতিবাজ ত্রাণমন্ত্রী মোফজ্জেল হোসেন মায়াকে মন্ত্রী পরিষদে বহাল রাখায় সরকারের জনপ্রিয়তা কমেছে। যারা জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করে, তারা সরকারে থাকলে জনগণ ও সরকারের ক্ষতি হয়।’

সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 



রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৫/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়