ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সেন্সরের গণ্ডি পেরুল ‘স্বপ্নের ঘর’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেন্সরের গণ্ডি পেরুল ‘স্বপ্নের ঘর’

বিনোদন প্রতিবেদক : নির্মাতা তানিম রহমান অংশু নির্মাণ করেছেন ‘স্বপ্নের ঘর’ সিনেমা। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, নওশাবা  ও শিমুল খান। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সম্প্রতি সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শিত হলে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে বলে জানান পরিচালক তানিম রহমান অংশু।

‘স্বপ্নের ঘর’ সিনেমাটি নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী গল্পকে কেন্দ্র করে। যার মূল গল্প ভাবনা অনীশ দাস অপুর, তার সঙ্গে গল্পের চিত্রনাট্য করেছেন শাওন হক।

সিনেমা প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘নতুন এক দম্পতি একটি বাড়িতে ওঠে। বাড়িতে উঠাকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা ঘটনা। মূলত এটা নিয়েই এগিয়ে যায় সিনেমাটির গল্প।’

শিমুল খান বলেন, ‘সিনেমাটির প্রধান আকর্ষণ হলো এর চরিত্রগুলো। প্রতিটি চরিত্রেই রয়েছে স্বকীয়তা ও বিনোদনের রসদ। সিনেমাটিতে প্রত্যেকের চরিত্র দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছি।’

সিনেমটির মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি। তবে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়। এছাড়া একই নির্মাতার ‘আদি’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়