ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৭ জনের আত্মঘাতী হামলা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ২২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ জনের আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেল হামলা চালিয়েছে সাত জন। এরা সবাই ছিল আত্মঘাতী হামলাকারী। সরকারি এক ফরেনসিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএপি সোমবার এ তথ্য জানিয়েছে।

সরকারের ফরেনসিক অপরাধ বিশ্লেষক আরিয়ানন্দ উইলিয়াঙ্গা জানান, হোটেল ও গির্জায় হামলার ধরণ বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে আত্মঘাতী হামলাকারীরা এ হামলা চালিয়েছে। তদন্তকারীরা হামলকারীদের দেহাবশেষ তদন্ত করছেন।

তিনি জানান, ছয়টি হামলায় অংশ নিয়েছিল সাত হামলাকারী। এদের মধ্যে দুজন শাংরি-লা হোটেলে হামলা চালিয়েছে। অপর জায়গাগুলোতে এক জন করে হামলায় অংশ নিয়েছে।

এদিকে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, সম্ভাব্য হামলার বিষয়টি সম্পর্কে নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল। এরপরেও সেই তথ্যের ভিত্তিতে কাজ করা হয়নি।

তিনি বলেছেন, ‘কেন পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হয়নি আমরা অবশ্যই তা দেখব।  আমাকে কিংবা মন্ত্রীদের কাউকে এ বিষয়ে জানানো হয়নি।’



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়