ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ডাকসু জিএসের বিরুদ্ধে আধিপত্য বিস্তারের অভিযোগ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৩, ২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাকসু জিএসের বিরুদ্ধে আধিপত্য বিস্তারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রের দোহাই দিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক (জিএস) আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন ডাকসুর সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

ভিপিকে বাদ দিয়ে জিএসের একক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে এমন অভিযোগ তুলেছেন তিনি। এ ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টাকে স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেন তিনি।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা করে গবেষণা কার্যক্রম সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডল আরো প্রসারিত করার জন্য ডাকসুর পক্ষ থেকে জিএস গোলাম রব্বানীর স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় সহশিক্ষা কার্যক্রম (বিতর্ক, নাটক, গান, নৃত্য, বক্তৃতা, আবৃত্তি ইত্যাদি) তত্ত্বাবধানের জন্য বিশ্ববিদ্যালয় সকল অংশীজনের সহায়তা কামনা করে। গঠনতন্ত্র অনুযায়ী দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে  প্রতিযোগিতামূলক সহশিক্ষা কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রেরণে ডাকসু এ বিষয়ে একক এখতিয়ার রাখে। এ বিষয়ে ডাকসু সংশ্লিষ্ট সম্পাদকগণ অতি দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করবেন। এর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হয়ে যেকোনো সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের পূর্বে ডাকসুর সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ করা হলো।


অথচ গঠনতন্ত্রে এমন কোনো নিয়ম নেই বলে জানান ডাকসুর ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘এই বিজ্ঞপ্তির ব্যাপারে কোনো আলোচনা ডাকসুতে হয়নি। টিএসসির সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে নেয়ার জন্য এটা তাদের একান্তই ব্যক্তিগত উদ্যোগ। ডাকসু বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে সহযোগিতা করবে। কিন্তু এখানে প্রতিবন্ধকতা সৃষ্টির কিছু নেই। ডাকসুর অনুমতি নিয়ে যেতে হবে, এমন কিছু নেই। এটি আসলে তাদের স্বেচ্ছাচারিতা ছাড়া কিছু নয়।’

এ ব্যাপারে ডাকসুর জিএস গোলাম রব্বানীর সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।




রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৯/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়