ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মদপানের কথা স্বীকার করলেন বিক্রম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ১০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মদপানের কথা স্বীকার করলেন বিক্রম

বিক্রম চ্যাটার্জি

বিনোদন ডেস্ক : গত ২৯ এপ্রিল ভোররাতে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মারা যান কলকাতার সুপারমডেল সোনিকা সিং চৌহান। এ সময় গাড়ি চালাচ্ছিলেন কলকাতার টেলিভিশন অভিনেতা বিক্রম চ্যাটার্জি।

দুর্ঘটনার দিন মদপান করে গাড়ি চালিয়েছেন বিক্রম চ্যাটার্জি। গতকাল টালিগঞ্জ পুলিশের কাছে বিক্রম এ কথা স্বীকার করেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল রাতে টালিগঞ্জ থানায় হাজিরা দেন অভিনেতা বিক্রম। আর এ সময় বিক্রমকে জেরা করেন পুলিশের ৪ কর্মকর্তা।  পুলিশি জেরায় বিক্রম স্বীকার করেন- দুর্ঘটনার রাতে তিনি মদপান করেছিলেন কিন্তু মাতাল ছিলেন না।  ট্রাম লাইনে গাড়ির চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের সামনে আশঙ্কা প্রকাশ করেন বিক্রম।

দীর্ঘ ৩ ঘণ্টা বিক্রমকে জেরা করে পুলিশ। এ সময় অনেক প্রশ্নের উত্তরে গড়মিল পান। তার জবাবে সন্তুষ্ট নন পুলিশ কর্মকর্তারা। 

মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বিক্রম।  সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরব হয়ে উঠে। যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন বিক্রম। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নেও মদপানের কথা অস্বীকার করেন তিনি। কিন্তু হঠাৎ পুলিশি জেরায় বক্তব্য পাল্টালেন বিক্রম।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ মে ২০১৭/শান্ত/মারুফ   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়