ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লন্ডনে পথচারীদের ওপর চলন্ত গাড়ি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লন্ডনে পথচারীদের ওপর চলন্ত গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ফুটপাতে পথচারীদের ওপর চলন্ত গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়ামের বাইরের এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সাউথ কেনসিংটন এক্সিবিশন রোড এলাকার ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়ামের বাইরে স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে পথচারীদের ওপর একটি গাড়ি উঠিয়ে দেওয়া হয়। দুটি গাড়ির মাঝখানে আঘাত হানার পর ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র বলেছেন, ‘একে জঙ্গি হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আসলে কী ঘটেছে আমরা তা তদন্ত করছি।’

বার্তা সংস্থা এপিকে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমরা সায়েন্স মিউজিয়ামের কাছে হাঁটছিলাম এবং প্রচণ্ড শব্দ শুনতে পেলাম। প্রথমে আমি মনে করেছিলাম গুলির শব্দ। এরপর আমরা ঘটনাস্থল থেকে ছুটে যাই এবং দেখতে পাই এক ব্যক্তিকে কয়েকজন চেপে ধরে আছে। লোকজন তখন পুলিশকে ডাকতে শুরু করেছে।’



রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়