ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিআইএ প্রধান হিসেবে জিনা হ্যাসপেলের নিয়োগ চূড়ান্ত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৯, ১৮ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিআইএ প্রধান হিসেবে জিনা হ্যাসপেলের নিয়োগ চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক হিসেবে বিতর্কিত জিনা হ্যাসপেলের নিয়োগ শেষ পর্যন্ত অনুমোদন দিয়েছে সিনেট। সিআইএ’র ইতিহাসে প্রথম নারী পরিচালককে বৃহস্পতিবার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর থাইল্যান্ডে সিআইএ’র আটককেন্দ্রে কর্মরত ছিলেন জিনা। ওই সময় বন্দীদের ওপর নির্যাতনে ব্যবহৃত বিতর্কিত ওয়াটার বোর্ডিংয়ের সমর্থক ছিলেন তিনি। তার সামনেই বন্দীদের ওপর এই নির্যাতন চালানো হতো।

গত মাসে সিআইএ’র পরিচালক মাইক পম্পেকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। এরপরই সংস্থাটির প্রধানের পদ শূন্য হয়ে পড়ে।

বৃহস্পতিবার সিনেটে ৫৪-৫৫ ভোটে জিনা হ্যাসপেলের নিয়োগ চূড়ান্ত হয়। ডেমোক্র্যাট দলের ছয় সদস্য পক্ষত্যাগ করে জিনার পক্ষে ভোট দেন। এদেরই একজন মার্ক ওয়ার্নার।

তিনি বলেছেন, সিআইএ আর কখনো তথাকথিত সেই নির্যাতন পদ্ধতি প্রয়োগ করবে না। এমনকি স্বয়ং প্রেসিডেন্টও যদি দাবি করেন তারপরেও সংস্থা আর এ কাজ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়