ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লেগিংস পরে বিমানযাত্রায় বাধা!

নাঈম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেগিংস পরে বিমানযাত্রায় বাধা!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে পোশাক নিয়ে আপত্তি তুলে দুই বালিকাকে বিমানে ওঠতে দেয়নি ইউনাইটেড এয়ারলাইন্সের কর্মকর্তারা।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সমালোচনা হচ্ছে। ওই দুই বালিকা লেগিংস বা টাইটস পরায় তাদের বিমানে ওঠতে বাধা দেওয়া হয়।

তবে বিমানকর্তৃপক্ষ দাবি করছে ওই বালিকারা বিমান কর্মচারী ও তাদের অতিথিদের বিশেষ পাস নিয়ে ভ্রমণ করতে এসেছিলেন। তাই ড্রেস কোডের বিষয়টি আসে।

শ্যানন ওয়াটস নামে এক অধিকারকর্মীর বরাত দিয়ে বিবিসি জানায়, ডেনভার থেকে মিনেপলিসগামী একটি ফ্লাইটে রোববার সকালে এ ঘটনা ঘটে।

ডেনভার বিমানবন্দরে বিমানে ওঠার সময় ওই পাঁচ তরুণীর সঙ্গে যা ঘটেছিল, শ্যানন ওয়াটস টুইটের মাধ্যমে সে বিষয়ে বলেছেন। তিনি জানিয়েছেন, বিমানের এক কর্মকর্তা ওই বালিকাদের পোশাক পরিবর্তন করতে বা লেগিংসের ওপর অন্য পোশাক পরতে জোর করেন। তাদের মধ্যে একজনের বয়স ছিল ১০ বছর।

তিনি আরও জানান, তিন বালিকা লেগিংসের ওপর অন্য পোশাক পরায় তাদের বিমানে উঠতে দেওয়া হয়। তবে দুজনকে আটকে দেওয়া হয়।

লেগিংস নিয়ে বিতর্ক এড়াতে ইউনাইটেড এয়ারলাইন্স তাদের উদ্দেশে বলে, ‘নিয়মিত যাত্রী ও টিকিট ক্রয়কারী গ্রাহকদের লেগিংস পরে ভ্রমণে স্বাগতম।’

ইউনাইটেড এয়ারলাইন্স তাদের গ্রাহকের কাছে বড় ধরনের ছাড় ও বিভিন্ন সময় ফ্রি ভ্রমণের অফারের জন্য বেশ পরিচিত।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/নাঈম/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়