ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২৪০ কিমি বেগে আসছে সাইক্লোন ডেবি

নাঈম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪০ কিমি বেগে আসছে সাইক্লোন ডেবি

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে সাইক্লোন ডেবি ধেয়ে আসছে।

কর্তৃপক্ষ প্রায় ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টায় সাইক্লোন ডেবি আঘাত করবে। এটি ক্যাটাগরি ৪ তীব্রতার সাইক্লোন হতে পারে। এই তীব্রতায় বাতাসের বেগে বড় ধরনের গাছ ভেঙে যেতে পারে, উড়ে যেতে পারে ঘরের চালা।

তবে সতর্কতার পরেও এখনো কিছু লোক নিজেদের বাসস্থান ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, ‘প্রতিরক্ষা বাহিনী সাইক্লোনের পর সাহায্যে মাঠে থাকবে।’

তিনি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বলেন, ‘বারবার অস্ট্রেলীয়রা চাপের মুখে সাবলীল ও সাহসীকতার পরিচয় দিয়েছেন এবং মুহূর্তে একে অপরকে সাহায্যের জন্য সমবেত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যখন প্রকৃতি তার সবচেয়ে খারাপ রূপ দেখাচ্ছে, তখন সামনের কিছুদিন অস্ট্রেলীয়দের এই গুণ আবারও দেখা যাবে।’

কুইন্সল্যান্ড প্রদেশের প্রধান অ্যানাস্টেসিয়া পালাসজুক বলেন, সাইক্লোন ডেবির তীব্রতা ২০১১ সালের ধ্বংসাত্মক সাইক্লোন ইয়াসি-এর মতোই হবে।

সোমবার তিনি ম্যাকাইয়ের নিম্নাঞ্চলের ২৫ হাজার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান।

এদিকে, কুইন্সল্যান্ডের ৫ হাজার অধিবাসী তাদের বাসস্থান ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

অশঙ্কা করা হচ্ছে, সাইক্লোনের সময় সমুদ্রপৃষ্ঠের ঢেউ ৩ দশমিক ২ মিটার উঁচু হবে। ঝড়ের ফলে ঢেউয়ের উচ্চতা ৪ মিটার পর্যন্ত হতে পারে।

অ্যানাস্টেসিয়া পালাসজুক আরো জানান, এর ফলে ম্যাকাই অঞ্চলে ভয়াবহ বন্যা হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি সবাইকে কর্তৃপক্ষের নির্দেশনা মানার জন্য অনুরোধ করেছেন।

ইতোমধ্যে কুইন্সল্যান্ড প্রশাসন ১০২টি স্কুল, ৮১টি প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্র এবং দুটি বন্দর বন্ধ করে দিয়েছে।টাউনভিলা ও ম্যাকাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

পুলিশ কমিশনার আইন স্টুয়ার্ট জানান, ঝড় চলাকালীন কোনো জরুরি সেবা পাওয়া যাবে না। কারণ, আমাদের কর্মীদের নিরাপত্তার কথাও ভাবতে হবে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/নাঈম/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়