ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ দিচ্ছে না মার্কিন কংগ্রেস

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৬, ১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ দিচ্ছে না মার্কিন কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক :  আগামী সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য বাজেট অনুমোদনের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে কংগ্রেস। রোববার রাতে কংগ্রেসের মধ্যস্থতাকারীরা ঐক্যমতে পৌঁছান।

আগামী শুক্রবার মার্কিন কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহ বাজেট অনুমোদনের শেষ দিন। এর মধ্যে এটি অনুমোদিত না হলে সরকার পরিচালনায় অচলাবস্থা সৃষ্টি দেখা দিবে। সর্বশেষ ২০১৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাকা ওবামার সময় রিপাবলিকানদের বিরোধীতার মুখে ১৭ দিনের জন্য এ সংকট দেখা দিয়েছিল।

গার্ডিয়ান জানিয়েছে, মধ্যস্থতাকারীরা চলতি বছর সামরিকখাতে ১৫ বিলিয়ন ডলার ব্যয়ের অনুমতি দিতে যাচ্ছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বহুল আলোচিত প্রকল্প-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ খাতে কোনো বরাদ্দ অনুমোদন দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা বাজেটে নারীর স্বাস্থ্য রক্ষা খাতে বরাদ্দ অব্যাহত এবং দরিদ্রদের চিকিৎসা ব্যয় বাড়ানোর সুপারিশ করেছে।

চলতি সপ্তাহতেই কংগ্রেস বিলটির অনুমোদন দিতে যাচ্ছে। এরপরই চূড়ান্ত অনুমোদনের জন্য একে প্রতিনিধি সভায় পাঠানো হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়