ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ম্যানচেস্টারে হামলার দায় স্বীকার আইএসের

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানচেস্টারে হামলার দায় স্বীকার আইএসের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারে পপ কনসার্টে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

স্থানীয় সময় সোমবার রাতের এ হামলায় নিহত হয়েছেন ২২ জন। আহত হয়েছেন ৫৯ জন। পুলিশ একে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে। তবে শেষ পর্যন্ত এর দায় স্বীকার করল আইএস।

বিবিসি জানিয়েছে, টেলিগ্রামে নিজস্ব চ্যানেলে হামলার দায় স্বীকারের বিবৃতি দিয়েছে আইএস। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে যেকোনো হামলা হওয়ার পর এর দায় স্বীকার করে আসছে এই জঙ্গিগোষ্ঠী।

সোমবার রাতে ম্যানচেস্টার এরিনাতে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন, ঠিক তখনই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কনসার্টে তরুণদের সঙ্গে শিশুসহ অনেক পরিবার ছিলো। এ ঘটনার পরপর ম্যানচেস্টার এরিনার কাছেই ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ‘পুলিশ যাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে’ সেই ঘটনায় হতাহত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি মানসিকভাবে তিনি আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা বলেন, বিস্ফোরণের ধরন দেখে মনে করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ভক্তরা, যাদের অনেকেই তরুণ চিৎকার করছে এবং দৌড়ে ভেন্যু থেকে বের হয়ে যাচ্ছে। অনেক বাবা-মাকে তাদের সন্তানদের খোঁজ করতে দেখা গেছে। অনেকে আবার সন্ধান চেয়ে সন্তানদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

প্রত্যক্ষদর্শী ক্যাথরিন ম্যাকফারলেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ আমরা তখন বের হয়ে যাচ্ছিলাম। যখন আমরা দরজার কাছাকাছি চলে আসি তখনেই বিকট বিস্ফোরণের শব্দ পাই এবং প্রত্যেকে তখন চিৎকার শুরু করে।’

অ্যান্ডি হলি নামে এক ব্যক্তি কনসার্টস্থল থেকে তার স্ত্রী ও কন্যাকে নিয়ে আসার জন্য গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি যখন অপেক্ষা করছিলাম, তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি আমাকে ৩০ ফুট দূরে একটি দরজা থেকে আরেকটি দরজার কাছে নিয়ে নিক্ষেপ করে। যখন আমি চেতনা পেলাম, দেখতে পেলাম মাটিতে অনেক দেহ পড়ে রয়েছে।’

১৯৯৫ সালে চালু হওয়া ম্যানচেস্টার এরিনা ইউরোপের সবচেয়ে বড় ইনডোর কনসার্ট ভেন্যু। গ্রান্দের কনসার্ট আয়োজকদের এক মুখপাত্র জানিয়েছেন, গায়িকা আরিয়ান গ্রান্দে আঘাত পাননি। তিনি সুস্থ আছেন।

গত মার্চে ব্রিটিশবংশোদ্ভূত এক ধর্মান্তরিত মুসলমান লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে গাড়ি নিয়ে হামলা চালিয়েছিলেন। এ ঘটনায় চারজন নিহত হন। পরে এক পুলিশ কর্মকর্তাকেও ছুরি দিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলেই ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন




রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়