ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আইটি সমস্যায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিলম্ব

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইটি সমস্যায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিলম্ব

আন্তর্জাতিক ডেস্ক : প্রযুক্তি ব্যবস্থায় সমস্যার কারণে ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) সব ফ্লাইট বিলম্বে ছাড়া হবে বলে যাত্রীদের জানানো হয়েছে।

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

বিমানসংস্থাটি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করা হবে।

হিথ্রো বিমানবন্দর জানিয়েছে, সমস্যা সমাধানে ব্রিটিশ এয়ারওয়েজের সঙ্গে নীবিড়ভাবে কাজ করছে তারা।

কতসংখ্যক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানা না গেলেও হিথ্রো, গ্যাটউইক ও বেলফাস্ট বিমানবন্দর থেকে যাত্রীদের যাওয়ার ও আসার টিকিট ইস্যু করা হচ্ছে বলে জানা গেছে।

আইটি সমস্যার কারণে ফ্লাইটের যাত্রীরা ওয়েবসাইটে ঢুকতে পারছেন না এবং মোবাইল অ্যাপে চেক-ইন করতে পারছেন না। এ ছাড়া থ্রিথো বিমানবন্দরে বহির্গামী বিমানগুলো ছেড়ে না যাওয়ায় অবতরণকারী বিমানগুলো যাত্রীদের যথাস্থানে নামাতে পারছে না। ফলে বিমানগুলো জটলা পাঁকিয়ে আছে সেখানে।

অবতরণকারী একটি বিমানের যাত্রী সাংবাদিক মার্টিন কেন্ট বিবিসিকে জানিয়েছেন, তিনি ৯০ মিনিট ধরে বিমানে বসে আছেন। তিনি বলেছেন, পাইলট তাদের জানিয়েছেন আইটি সমস্যা ‘বিপর্যয়কর’।

আইটি ব্যবস্থায় সমস্যা হওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজের রোম, প্রাগ, স্টকহোম ও মালাগার ফ্লাইটও বিলম্বিত হচ্ছে।

 


রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়