ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রুশ সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার ট্রাম্প জামাতার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুশ সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার ট্রাম্প জামাতার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তার সঙ্গে রুশ সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করতে যাচ্ছেন। সোমবার সিনেট কমিটির কাছে দেওয়া বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলবেন।

সিনেট কমিটির কাছে যে বক্তব্যটি কুশনার রাখবেন তার কিছু অংশ সোমবার তিনি প্রকাশ করেছেন।

এতে কুশনার বলেছেন, তার অথবা ট্রাম্পের নির্বাচনী শিবিরের কোনো সদস্যের সঙ্গে রাশিয়ার কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই। তার সঙ্গে রুশ কর্মকর্তাদের কোনো অনৈতিক সম্পর্কও নেই। এছাড়া তার ব্যবসা-বাণিজ্যে রুশ অর

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনকালে ট্রাম্পের ডিজিটাল কৌশলগত বিভাগের দায়িত্বে ছিলেন কুশনার। এছাড়া তিনি এখন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। কুশনারের বিরুদ্ধে অভিযোগে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার সঙ্গে রুশ কর্মকর্তাদের যোগাযোগ হয়েছিল। কুশনার অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

বিবৃতিতে কুশনার বলেছেন, ‘আমি কোনো আঁতাত করিনি অথবা শিবিরের এমন কাউকে জানি না যে তার সঙ্গে বিদেশি সরকারের কোনো আঁতাত হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় রাশিয়ায় আমার যোগাযোগ বা রাশিয়ার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ হয়নি বললেই চলে।’

তবে বিবৃতির একেবারে শেষে কুশনার বলেছেন, ‘নির্বাচনের সময় ও পরে সম্ভবত রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে চারবার যোগাযোগ হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়