ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিয়েরা লিওনে এখনো নিখোঁজ ৬০০

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিয়েরা লিওনে এখনো নিখোঁজ ৬০০

আন্তর্জাতিক ডেস্ক : সিয়েরা লিওনের ফ্রিটাউনে ভূমিধসের এখনো কমপক্ষে ৬০০ জন নিখোঁজ রয়েছে । এছাড়া এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০০-তে দাঁড়িয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্টের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এর আগে প্রেসিডেন্ট আর্নেস্ট বাই করোমা জরুরি সাহায্যের আবেদন জানিয়ে বলেছিলেন, ‘পুরো একটি সম্প্রদায়ের মানুষ ধ্বংস হয়ে গেছে।’

প্রেসিডেন্টে মুখপাত্র আব্দুলাই বারাইতাই জানিয়েছেন, কাদা ও ধ্বংসস্তুপের ভেতর থেকে এখনো মৃতদেহ টেনে বের করা হচ্ছে।

তিনি বলেন, ‘পুরো জনগোষ্ঠী এখন কাঁদছে। ভালোবাসার মানুষগুলো এখনো নিখোঁজ, যা ৬০০ ছাড়িয়ে যাবে।’

রাজধানী ফ্রিটাউনের আশপাশে সোমবার ব্যাপক বৃষ্টির কারণে পাহাড় ধসের পর ভয়াবহ এ বিপর্যয় ঘটে। পাহাড় থেকে নেমে আসা ঢলে শহরের রাস্তাগুলো লাল রঙের মাটি মিশ্রিত পানির নদীতে পরিণত হয়েছে এবং এর ভেতরে বিভিন্ন জায়গায় মৃত মানুষের দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে জানিয়েছে রেডক্রস।

জাতিসংঘ জানিয়েছে, সিয়েরা লিয়নে থাকা তাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছে এবং উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ‘কলেরা, টাইফয়েড ও ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ দৈবক্রমে ছড়িয়ে পড়লে তার মোকাবেলা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়