ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়া

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির সেনাবাহিনী গুয়াম কিংবা হাওয়াই নয়, বরং যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে যে কোনো সময় ‘নির্দয় আঘাত’ হানতে সক্ষম। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুনে প্রকাশিত এক নিবন্ধে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এই মহড়াকে ‘ বেপরোয়া আচরণ’ উল্লেখ করে উত্তর কোরিয়া বলেছে, ‘এটি পরিস্থিতিকে অনিয়ন্ত্রণযোগ্য পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত করতে পারে।’

নিবন্ধে দাবি করা হয়েছে, পিয়ংইয়ংয়ের কাছে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে সক্ষম শক্তিশালী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। ‘কোরিয়ান পিপল’স আর্মিকে শত্রুর মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যুদ্ধের উস্কানিমূলক কোনো চিহৃ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পাল্টা পদক্ষেপ নেবে।’ 

পত্রিকাটি বলেছে, অন্য কোনো দেশ যদি পিয়ংইয়ং বিরোধী তৎপরতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট না বাধে তাহলে সেসব দেশের কোনো ভয় নেই। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশে আঘাত হানার জন্য উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরি করেনি বলেও এতে মন্তব্য করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়