ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পশ্চিমাদের ষড়যন্ত্র নস্যাতে সক্ষম সিরিয়া

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পশ্চিমাদের ষড়যন্ত্র নস্যাতে সক্ষম সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তাকে উৎখাতে পশ্চিমাদের ষড়যন্ত্র নস্যাতে সক্ষম হয়েছে তার দেশ। তবে তার সেনাবাহিনী এখনো বিদ্রোহীদের বিরুদ্ধে বিজয় পায়নি এবং লড়াই এখনো অব্যাহত আছে।

রোববার সিরিয়ার সরকারি টেলিভিশনে দেওয়া ভাষনে তিনি এ কথা বলেন।

আসাদ বলেন, ‘গত সাড়ে ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধে যদিও এখনো বিজয়ের লক্ষণ দেখা যাচ্ছে না, লড়াই অব্যাহত আছে এবং পরবর্তীতে আমরা চালিয়ে যাব, তারপরেও বিজয়ের ব্যাপারে কথা বলা সম্ভব...এটা ভিন্ন বিষয়।’ আসাদ অবশ্য এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি।

আসাদ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ বাহিনীর অবদানের কথাও স্বীকার করেন। তিনি বলেন, তাদের সরাসরি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা যুদ্ধের ময়দানে অগ্রসর হতে সহযোগিতা করেছে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং দায়ভার কমাতে সহযোগিতা করেছে।’

রাশিয়ার মধ্যস্থতাকে সিরিয়া স্বাগত জানিয়েছে উল্লেখ করে আসাদ বলেন, সিরিয়ার অন্যান্য স্থানে মস্কো অস্ত্রবিরতি চুক্তি চাইছে যাতে রক্তপাতের সমাপ্তি হয়, বিদ্রোহের অবসান হয় এবং বিদ্রোহীদের ক্ষমা প্রদান। রাশিয়ার এই উদ্যোগে আমাদের স্বার্থ নিহিত রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়