ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আইএসের দখলমুক্ত হলো রাকা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইএসের দখলমুক্ত হলো রাকা

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুলের পর এবার সিরিয়ার রাকা শহর সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলমুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার কুর্দি ও আরব যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) এ তথ্য জানিয়েছে।

এসডিএফের মুখপাত্র তালাল সেলো মঙ্গলবার বলেছেন, ‘‘রাকা দখলমুক্ত করতে আইএসের সঙ্গে পাঁচ মাসের লড়াই  শেষ হয়েছে। শহরে ভেতরে লুকিয়ে থাকা সম্ভাব্য জঙ্গিদের তল্লাশি ও ভূমিমাইন অপসারণের কাজ চলছে। তিন বছর পর রাকার আইএস মুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার রাকায় আইএসের প্রধান দু’টি ঘাঁটি মিউনিসিপ্যাল স্টেডিয়াম ও ন্যাশনাল হাসপাতাল জঙ্গিদের দখলমুক্ত করা হয়। এ দিন রাকায় মিউনিসিপ্যাল স্টেডিয়ামে এসডিএফের সঙ্গে সংঘর্ষে  ২২ জন আইএস জঙ্গি নিহত হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসডিএফের পপুলার প্রটেকশন ইউনিটসের যোদ্ধারা স্টেডিয়ামের ভেতরে পতাকা উত্তোলন করেছে এবং বিজয় উদযাপন করেছে।

এসডিএফের মুখপাত্র তালাল সেলো মঙ্গলবার বিকেলে বলেছেন, ‘রাকায় সব শেষ, আমাদের বাহিনী রাকার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে।’

তিনি বলেন, ‘রাকায় সামরিক অভিযান শেষ হয়েছে। তবে স্লিপার সেল এবং সম্ভাব্য ভূমিমাইন অপসারণ করতে অভিযান চলছে।’

প্রসঙ্গত, ২০১৪ সালে রাকা দখল করে আইএস। এখান থেকে তারা খেলাফতের ঘোষণা দিয়েছিল। ওই সময় তারা রাকাকে নিজেদের রাজধানী বলে ঘোষণা দিয়েছিল।



রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়