ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাকিস্তানে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ১৬

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪১, ৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১৬ শ্রমিক নিহত হয়েছেন।

দেশটির কর্মকর্তারা জানান, শনিবার বেলুচিস্তানের কুয়েটা শহরের পূর্বে মারোয়ারে এ ঘটনায় আরো নয়জন আহত হন।

তারা জানান, নিহত শ্রমিকদের লাশ উদ্ধারে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

বেলুচিস্তান প্রদেশ খনিজ সম্পদে ভরপুর। তবে এর খনিগুলোতে শ্রমিকদের নিরাপত্তা খুবই কম।
 


কুয়েটায় সরকারি কর্মকর্তা জাবেদ শাহবানী সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘মিথেন গ্যাস বৃদ্ধি পেয়ে বিস্ফোরণ ঘটলে ওই খনির ছাদ ধসে পড়ে। এতে ১৬ জন নিহত হন। আহত হন নয়জন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি বলেন, ‘আমরা লাশগুলো উদ্ধারের চেষ্টা করছি। তবে এটি সময়সাপেক্ষ ব্যাপার, কারণ লাশগুলো অনেক গভীরে চাপা পড়েছে।’

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের অধিকাংশ খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার একই গ্রাম থেকে এসেছিলেন।

এর আগে ২০১১ সালে বেলুচিস্তানের একটি খনিতে গ্যাস বিস্ফোরণে ৪০ জন নিহত হয়েছিলেন।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়