ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফিজিতে ৮.২ মাত্রার ভূমিকম্প

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৭, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিজিতে ৮.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ফিজিতে ৮.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

সিবিএস নিউজ জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এনদই দ্বীপের প্রায় ২৮১ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে ওই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল  ৫৫৯ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এতে কোনো সুনামির আশঙ্কা করছেন না তারা। এজন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।





রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়