ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শেষ ঘাঁটিতেও পরাজিত আইএস

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ ঘাঁটিতেও পরাজিত আইএস

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটি দখল করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্ট। শনিবার সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষনিকভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত দুদিনে সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্টের কাছে ইসলামিক স্টেটের সর্বশেষ কয়েক শ সেনা আত্মসমর্পণ করেছে, যাদের অধিকাংশই বিদেশি। তবে এখনো কিছু আইএস যোদ্ধা ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহযোগিতায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্ট ইরাক সীমান্তের কাছে ইউফ্রেটিস নদীর পূর্বে বাঘৌজ এলাকায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে গত সপ্তাহে অভিযান শুরু করে। সিরিয়ায় এটিই ইসলামিক স্টেটের দখল করে রাখা সর্বশেষ অঞ্চল।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়