ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লন্ডনে গ্রেপ্তার ভারতের হীরা ব্যবসায়ী নিরব মোদি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লন্ডনে গ্রেপ্তার ভারতের হীরা ব্যবসায়ী নিরব মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পলাতক হীরা ব্যবসায়ী নিরব মোদিকে লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে  আদালতে হাজির করা হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

প্রতারণার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে প্রায় ১৪ হাজার কোটি রুপি আত্মসাতের অভিযোগ রয়েছে নিরব মোদির বিরুদ্ধে। নিরবের সঙ্গে এই প্রতারণায় সহযোগিতার অভিযোগ রয়েছে তার মামা মেহুল  চোকসির বিরুদ্ধে।

প্রতারণার অভিযোগ ওঠার পরপর গত বছরের জানুয়ারিতে দেশের বাইরে পালিয়ে যায় দুজন। সম্প্রতি লন্ডনের রাস্তায় নিরব মোদিকে পেয়ে তার এক ভিডিও প্রকাশ করে সেখানকার একটি সংবাদমাধ্যম।

এরপরই নিরব মোদিকে গ্রেপ্তারে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে ব্রিটেনের কাছে একটি আবেদন করা হয়। এর ভিত্তিতেই নিরবের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল লন্ডনের আদালত।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের হলবর্ন মেট্রো স্টেশন থেকে নিরব মোদিকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়