ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শেষকৃত্যের ৪ বছর পর জীবিত দেখা বাংলাদেশে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষকৃত্যের ৪ বছর পর জীবিত দেখা বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক :  চার বছর আগে ভারতের আসাম রাজ্যে তার শেষকৃত্য করেছিল পরিবারের সদস্যরা। আর চার বছর পর বাংলাদেশের মৌলভীবাজার জেলায় ৪১ বছরের সেই নারীর জীবিত সন্ধান মিললো। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খোঁজ পাওয়া ওই নারীর নাম রুপালি বাইলাং। আসামের একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারের পর স্বজনরা তাকে সনাক্ত করতে সক্ষম হয়েছেন। এর আগে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী কিশান ভূমিজ ওই নারীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমটিতে পোস্ট করেছিলেন। রুপালি বাইংলা কী করে বাংলাদেশে এসেছেন এ ব্যাপারে কেউ কোনো তথ্য দিতে পারেন নি।  মৌলভীবাজারে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন এবং পথচারী ও স্থানীয়দের দেওয়া খাবারই ছিল তার বাঁচার অবলম্বন।

সীমান্ত পেরিয়ে রুপালি যে বাংলাদেশে চলে এসেছেন সেই বিষয়টি তাকে বিশ্বাস করানো যায়নি। ধারণ করা ভিডিওতে রুপালিতে বলেছেন, ‘আমি বাংলাদেশের নাগরিক নই এবং আমি বাংলাদেশে যাই নি। আপনি কেন বোকার মতো কথা বলছেন? এটা ভারত। আমি ভারতের নাগরিক।’

২০১৫ সালের মে মাসে আসামের ধেমাজি জেলার সিসিবোগাও এলাকার কুপারাতিভ গ্রাম থেকে নিখোঁজ হন রুপালি। ওই সময় গ্রামের কাছেই বিহু উৎসবে যোগ দিতে গিয়েছিলেন তিনি।

রুপালির বড় ভাই জুগাল বাইলাং বলেন, ‘মানসিক অসুস্থতা সত্ত্বেও সে বাইরে গেলেও বাড়িতে ফিরে আসতে পারত। ওই দিন বাড়ি ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় তার খোঁজ করি এবং পুলিশের কাছে বিষয়টি জানাই। কয়েক দিন পর গ্রামবাসী  নদীর কাছে একটি গলিত লাশ পায়। আমরা সবাই ভেবেছিলাম এটা তার লাশ। আমরা লাশটি বাড়ি এনে শেষকৃত্য করেছিলাম।’

জুগাল বাইলাং জানান, একাদশ শ্রেণিতে পাস করার পর তার বোনের মানসিক সমস্যা দেখা দেয়। বোনকে আসামে ফিরিয়ে নিতে তিনি স্থানীয় এমপি ও জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দা সনোয়াল বলেছেন, ‘এতে যেহেতু আরেকটি দেশ সংশ্লিষ্ট আছে, সেহেতু বিষয়টি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাব। মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়