ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাসায়নিক অস্ত্র ব্যবহারের দিকে যাচ্ছে সিরিয়া : যুক্তরাষ্ট্র

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাসায়নিক অস্ত্র ব্যবহারের দিকে যাচ্ছে সিরিয়া : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শেষ ঘাঁটি ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর রাসায়নিক হামলার প্রস্তুতি নেওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে।

সিরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জিম জেফ্রে শুক্রবার এ কথা বলেন।

জিম জেফ্রে বলেন, ‘বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শেষ অঞ্চলে পূর্বানুমিত আগ্রাসন বেপরোয়া উত্তেজনা ছড়িয়ে দেবে।’

তবে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেকোনো ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বরাবরই অস্বীকার করে আসছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার অনুগত বাহিনী।

গত মঙ্গলবার থেকে ইদলিবে যুদ্ধবিমান দিয়ে হামলা শুরু করেছে সিরিয়া ও তাদের প্রধান মিত্র রাশিয়া। সেখানে নতুন করে এ যুদ্ধে বহু লোক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/৭ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়