ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শুক্রবার ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলনের ডাক হামাসের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৭, ৮ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুক্রবার ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলনের ডাক হামাসের

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় শুক্রবার নতুন করে বিক্ষোভ বা ইন্তিফাদা’র ডাক দিয়েছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম নগরীকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর হামাস এ ডাক দিয়েছে।

মুসলিম বিশ্ব ও ইউরোপীয় ইউনিয়নের হুঁশিয়ারি ও নিন্দা উপেক্ষা করে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এর জের ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩১ জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এর জের ধরে গাজায় হামাসের দুটি ঘাঁটি লক্ষ্য করে বিমান ও ট্যাংক হামলা চালানো হয়েছে।

হামাস নেতা ইসমাইল হানিয়া বৃহস্পতিবার বলেছেন, ‘আমাদের আহ্বান জানানো উচিৎ এবং ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ইন্তিফাদা শুরু করা উচিৎ।’

ধারণা করা হচ্ছে, পশ্চিম তীর ও গাজায় ইসরায়েল সীমান্তবর্তী তল্লাশি চৌকিগুলোর সামনে বিক্ষোভকারীরা জমায়েত হবে। জেরুজালেমে মসজিদুল আকসায় জুমার নামাজের পর বিক্ষোভকারীদের রাস্তায় নামার সম্ভাবনা রয়েছে।

এর আগে দুইটি বড় ধরনের ইন্তিফাদার ডাক দিয়েছিল ফিলিস্তিন। প্রথম ইন্তিফাদা ছিল ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত। তখন এটি ছিল মূলত একটি অসহযোগ ও প্রতিরোধ আন্দোলন। দ্বিতীয় দফায় ইন্তিফাদা ২০০০ সালে শুরু হয়ে ২০০৫ সালে শেষ হয়।



রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৭/শাহেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়