ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইরাকে আইএসের হামলায় মার্কিন সেনা নিহত

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৪ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরাকে আইএসের হামলায় মার্কিন সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক :  ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একজন নেভি সিল সদস্যকে হত্যা করেছে চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।  বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।

 

নিহত ওই সেনা সদস্যের নাম চার্লি কিটিং (৩১)। তিনি আইএস বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি পেশমারগা বাহিনীকে সামরিক পরামর্শ দিতেন।

 

পেশমারগা কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকালে আইএসের দখলে থাকা মসুল শহরের সামনের দিকে থাকা জঙ্গিদের হটিয়ে দেয়া হয়। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে এ নিয়ে তিন মাকিন সেনা নিহত হলো।

 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার নেভি সিল সদস্যের মৃত্যুর কথা ঘোষণা করেন। তিনি জানান, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলের কাছে শত্রুপক্ষের গুলিকে একজন মার্কিন সেনা নিহত হয়েছেন।

 

তিনি বলেন, ‘এটা অবশ্যই মুখোমুখি লড়াই ছিলো এবং এটা দুঃখজনক প্রাণনাশ।’

 

পেশমারগার মুখপাত্র মেজর জেনারেল জাবের ইয়াওয়ের বার্তা সংস্থা এপিকে বলেছেন, মসুল থেকে ২৮ কিলোমিটার দূরে তাল আসকফ শহরে স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়