ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিশ্ব খাদ্য পুরস্কার পেলেন ফজলে আবেদ

কামরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব খাদ্য পুরস্কার পেলেন ফজলে আবেদ

ফজলে হাসান আবেদ

আন্তর্জাতিক ডেস্ক : ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের ঝুলিতে যোগ হলো আরেক পুরস্কার। ১৫ কোটি বেশি মানুষের দারিদ্র্য বিমোচনে কাজ করার জন্য ২০১৫ সালের বিশ্ব খাদ্য পুরস্কারে ভূষিত হন তিনি।

 

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যভিত্তিক ফাউন্ডেশন ‘ডেস ময়েন্স’ বুধবার ওয়াশিংটনে ওই পুরস্কারের জন্য আবেদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

 

১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় ব্র্যাক। শিশু মৃত্যুহার, শিশুশিক্ষা, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র ঋণ প্রকল্প এবং এ রকম অন্যান্য কার্যক্রম পরিচালনা করে দেশের দারিদ্র্য কমাতে সাহায্য করছে ব্র্যাক। আর এর স্বীকৃতিস্বরূপ আবেদকে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে সংস্থাটি জানায় ।

 

বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরো ১০টি দেশে ব্র্যাক তাদের কার্যক্রম পরিচালনা করছে। অক্টোবরে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার ডলার (১ কোটি ৯৫ লাখ ৭১ হাজার ৬১২ টাকা) মূল্যের প্রাইজমানি ও সনদ প্রদান করা হবে ৭৯ বছর বয়স্ক আবেদকে। 

 

তথ্যসূত্র : ফক্স নিউজ, ওয়াশিংটন পোস্ট।    

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/কামরুজ্জামান/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়