ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নথি ফাঁস : তদন্তে সিআইএ এফবিআই

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নথি ফাঁস : তদন্তে সিআইএ এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক : সিআইএসের হ্যাকিং কৌশলের বিস্তারিত নথিপত্র ফাঁসের বিষয়ে ফৌজদারি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো।

কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছেন, উইকিলিকস হাজার হাজার নথি ফাঁস করার পর এ বিষয়ে সমন্বিত তদন্ত করার ঘোষণা দিয়েছে এফবিআই ও অভিযুক্ত সিআইএ।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

ফাঁস হওয়া নথিপত্রে দেখা যাচ্ছে, স্মার্টফোন ও স্মার্টটিভিতে মাইক্রোফোন সিস্টেম ব্যবহার করে তথ্য চুরির কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)।

জুলিয়ান অ্যাসাঞ্জের প্রতিষ্ঠিত সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকস তাদের হাতে আসা সিআইএর গোপন নজরদারির ৯ হাজার নথি মঙ্গলবার প্রকাশ করে। একসঙ্গে এতসংখ্যক গোয়েন্দা নথি ফাঁস হওয়ার ঘটনা এটিই প্রথম। যদিও এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে কয়েক লাখ নথি প্রকাশ করে উইকিলিকস।

ফাঁস হওয়া নথিগুলোর সঠিকতা নিয়ে কোনো মন্তব্য করেনি এফবিআইএ, সিআইএ ও হোয়াইট হাউস।

সিআইএর মুখপাত্র বুধবার বিবিসিকে বলেন, ‘সন্ত্রাস ও অন্য শত্রুপক্ষের হাত থেকে আমেরিকাকে বাঁচানোর গোয়েন্দা সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে উইকিলিকসের যেকোনো ধরনের নথি ফাঁসের ঘটনা আমেরিকার আমজনতার জন্য গভীর উদ্বেগের বিষয়।’

‘এ ধরনের নথি ফাঁসের ঘটনা শুধু যুুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও কার্যক্রমকেই বিপাকে ফেলে না, বরং আমাদের বিরুদ্ধে ক্ষতি করার হাতিয়ার তুলে দেয় শত্রুপক্ষের হাতে।’

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বুধবার গণমাধ্যমকে জানান, উইকিলিকসের হাতে কীভাবে নথিগুলো পৌঁছাল, তা খুঁজতেই তদন্ত হবে।

নথি ফাঁসের ফলে ঘরে-বাইরে সিআইএ কোনো বিড়ম্বনার মুখে পড়বে কি না, তাও খতিয়ে দেখা হবে এই ফৌজদারি তদন্তে।

উইকিলিকস দাবি করেছে, সিআইএর যেসব নথি তারা ফাঁস করেছে, সেগুলো ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যবর্তী সময়ের। কিন্তু এর সঠিকতা নিয়ে কোনো মন্তব্য করেনি সিআইএ।

কিন্তু সিআইএর একজন প্রাক্তন প্রধান মাইকেল হায়ডেন তাদের প্রকাশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি যা পড়ছি, তা যদি সত্যি হয়, তবে বৈধ বৈদেশিক গোয়েন্দাগিরিতে সিআইএর ব্যবহৃত কৌশল, প্রকৌশল, প্রক্রিয়া ও হাতিয়ার নিয়ে এই ফাঁসের ঘটনা মারাত্মক ক্ষতি সাধন করবে।... অন্য কথায় বলতে গেলে, এ ঘটনা আমাদের দেশ ও দেশের বন্ধুদের আরো অনিরাপদ করে তুলবে।’

সিআইএর গোয়েন্দা নজরদারিতে যেসব ইলেক্ট্রনিক্স পণ্য ব্যবহৃত হয়েছে, সেগুলোর মধ্যে কয়েকটির মালিক-কর্তৃপক্ষ বুধবার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে।

অ্যাপল জানিয়েছে, তারা এরই মধ্যে কিছু দুর্বলতা নিয়ে কথা বলেছে। ‘যেসব প্রযুক্তি ব্যবহার করে আজকের আইফোন তৈরি হচ্ছে, সেগুলোর তথ্য-উপাত্ত ভোক্তাদের কাছে সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এগুলো একইভাবে কার্যকর রাখতে কাজ করে যাচ্ছি আমরা।’

স্যামসাংয়ের এফ-৮০০০ সিরিজের স্মার্টটিভিগুলোতে গোপন গোয়েন্দা নজরদারির নথি ফাঁস করেছে উইকিলিকস। এ বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ভোক্তাদের গোপনীয়তা রক্ষা করা এবং যন্ত্রপাতির নিরাপত্তা দেওয়াকে স্যামসাং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।’

ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে, ব্যক্তিগত কম্পিউটারের চালু থাকা মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম হ্যাক করে তথ্য চুরি করছে সিআইএ। মাইক্রোসফট জানিয়েছে, ‘আমরা খবরটির বিষয়ে সচেতন রয়েছি এবং তদন্ত করে দেখছি।’

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি গুগোল। তবে ইন্টারনেটের গোপনীয়তা নিয়ে কাজ করা ‘দি ওয়ার্ল্ডওয়াইড ওয়েব ফাউন্ডেশন’ এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সরকারকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৭/রাসেল পারভেজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়