ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

১ জুলাই ঢাবি দিবস

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২৭ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১ জুলাই ঢাবি দিবস

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ জুলাই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ পালন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

সেদিন সকাল ১০ টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

উদ্বোধনের পর শোভাযাত্রা সহকারে ছাত্র-শিক্ষক কেন্দ্রে গমন এবং সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

 

আলোচনা সভায় ‘সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এ ছাড়া এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৬/ইয়ামিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়