ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘ব্রিটেনের বিদায় নিয়ে নোংরামি নয়’

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০২, ২৬ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ব্রিটেনের বিদায় নিয়ে নোংরামি নয়’

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষে গণভোটে রায়ের পর ব্রিটেনকে দ্রুত বিদায় প্রক্রিয়া শুরুর তাগিদ দিয়েছিলেন ইউরোপীয় কমিশনের প্রধান জঁ-ক্লড জাঙ্কার। এর পরিপ্রেক্ষিতে জার্মান  চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, ব্রিটেনকে অহেতুক দ্রুতগতির সঙ্গে কাজ করতে তাড়া দেয়ার পক্ষে তিনি নন। ব্রিটেনের এই বিদায় প্রক্রিয়া নিয়ে যে আলাপ-আলোচনা হবার কথা সেটি `নোংরা বানানোর কোনো প্রয়োজন নেই`।

 

শনিবার ইইউর কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে মের্কেল এ কথা বলেছেন।

 

শুক্রবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়ার বলেছেন, বিচ্ছেদের বিষয়ে আলোচনা দ্রুত শুরু করা প্রয়োজন। এর আগে ইইউ কমিশনার ব্রিটেনকে দ্রুত বিচ্ছেদ প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রক্রিয়া শুরু হতে দীর্ঘসূত্রতা হলে এটি তাদের অগ্রযাত্রাকে ব্যাহত করবে। তবে ব্রিটেন বলছে, তারা কোনো তাড়াহুড়ো না করে ধীরে-সুস্থে, সময় নিয়ে নিজেদের বিদায় প্রক্রিয়া শুরু করতে চায়।

 

মের্কেল জানান, ইইউ থেকে ব্রিটেনকে দ্রুত সরে যাওয়ার জন্য চাপ প্রয়োগের পক্ষে তিনি নন।

 

তিনি বলেন,  বিচ্ছেদ বিষয়ক আলোচনা অবশ্যই ব্যবসায়িক ও সুন্দর পরিবেশে হতে হবে। ব্রিটেন ঘনিষ্ঠ অংশীদার হিসেবেই থাকবে। তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।।


রাইজিংবিডি/ঢাকা/ ২৬ জুন ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়