ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অক্সফোর্ডের টিকা ৭৬ শতাংশ কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২৫ মার্চ ২০২১  
অক্সফোর্ডের টিকা ৭৬ শতাংশ কার্যকর

করোনার সংক্রমণ প্রতিরোধে অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের টিকা ৭৬ শতাংশ কার্যকর। যুক্তরাষ্ট্রে এই টিকার ট্রায়ালের নতুন তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অন্তর্বর্তী ট্রায়ালের তথ্য বিশ্লেষণে সর্বশেষ তথ্য যুক্ত না করায় গত সোমবার অ্যাস্ট্রাজেনেকার তীব্র সমালোচনা করেছিলেন মার্কিন কর্মকর্তারা। ওই সময় জানানো হয়েছিল এই টিকা করোনা প্রতিরোধে ৭৯ শতাংশ কার্যকর।

এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকার বায়োফার্মাসিউটিক্যালস আর অ্যান্ড ডি এর ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘প্রাথমিক বিশ্লেষণটি আমাদের পূর্বে প্রকাশিত অন্তর্বর্তী বিশ্লেষণের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি নিশ্চিত করে যে আমাদের কোভিড-১৯ টিকা প্রাপ্তবয়স্কদের জন্য অত্যন্ত কার্যকর

অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের টিকার জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবেদনের পরিকল্পনা করছে। টিকার কার্যকারিতার সর্বশেষ তথ্য তারা স্বাধীন ট্রায়াল পর্যবেক্ষক সংস্থা ডেটা সেফটি মনিটরিং বোর্ডে উপস্থাপন করেছেন।


 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়