ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আওয়ামী লীগের প্রার্থী হবেন মাহি

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:৩৮, ২৮ ডিসেম্বর ২০২২
আওয়ামী লীগের প্রার্থী হবেন মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্রের নিয়মিত কাজ করলেও এখন বেশি মনোযোগী সংসার আর রাজনীতি নিয়ে। সম্প্রতি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন তিনি।

’গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ের পর মাহিকে আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় দেখা যায়। এদিকে মাহিকে এমপি হিসেবে দেখতে চান এমন একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। 

জানা গেছে, তিনি এমপি নির্বাচন করতে যাচ্ছেন। ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসন থেকে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করবেন মাহি।

আগামীকাল ২৯ ডিসেম্বর বিকেলে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন তিনি।

মাহি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।আমি ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি। যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়