ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ১৩ এপ্রিল ২০২৩   আপডেট: ২১:৫০, ১৩ এপ্রিল ২০২৩
কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফাইল ফটো

কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বপন মিয়া (৪২) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। স্বপন মিয়া কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর কৈজুরী এলাকার বাসিন্দা। সে নগরীর শাসনগাছা এলাকায় ভাড়া থাকত।

রায়ের বিষটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী সহকারী সরকারি কৌশলী (এপিপি) মো. জাকির হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ আগস্ট নগরীর শাসনগাছা এলাকায় পারিবারিক কলহের জেরে স্বপন মিয়া তার স্ত্রী ফাতেমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রুবেল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়