ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, পদ সংখ্যা ৭০০

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ৩০ জানুয়ারি ২০২২  
যমুনা গ্রুপে চাকরির সুযোগ, পদ সংখ্যা ৭০০

দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ‘যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটো মোবাইলস লিমিটেড’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন সামগ্রী (রেফ্রিজারেটর, টেলিভিশন, এসি, মোটরসাইকেল, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ, রাইস কুকার, ব্লেন্ডার, আয়রন ও অন্যান্য স্মল-অ্যাপ্লায়েন্স) বিক্রয় ও বিপণনের জন্য একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। 

আরো পড়ুন:

পদের নাম: ম্যানেজার (শোরুম/প্লাজা)

পদ সংখ্যা: ২০০।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও ‍উপজেলা পর্যায়ে। যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

পদের নাম: সেলস অফিসার

পদ সংখ্যা: ৫০০।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। 

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও ‍উপজেলা পর্যায়ে। যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের চাকরির আবেদনপত্র, পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন (সকাল ৯টা-বিকেল ৫টা) নিচের ঠিকানায় সরাসরি সাক্ষাতের জন্য আসতে হবে।

সরাসরি সাক্ষাতের ঠিকানা: সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটো মোবাইলস লিমিটেড, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কর্পোরেট অফিস, লেভেল-৬, কুড়িল, প্রগতী স্বরণী, বারিধারা, ঢাকা।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়